- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২-৫-২০২৩, সময়ঃ বিকাল ০৩:১০
প্রতিবন্ধী ভাতা ৭ হাজার টাকায় উন্নতি করণসহ তিন দফা দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক ►
আগামী জাতীয় (২০২২-২০২৩) বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ন্যূনতম ৭ হাজার টাকায় উন্নীত করার পাশাপাশি চাকুরির সম-অধিকারসহ গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলা প্রতিবন্ধী সংগঠনের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার সকাল ১১টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি এবং চাকুরির সম-অধিকারে দাবিতে ৯টি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের পক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি, সাঘাটা, গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন পেশাজীবীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।
উক্ত কর্মসূচিতে প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনগুলোর পক্ষ থেকে ৩ দফা দাবিগুলো হল আগামী বাজেটেই প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ন্যূনতম ৭ হাজার টাকায় উন্নীত করণ। শতভাগ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি নিশ্চিতকরণ। প্রধানমন্ত্রী প্রতিশ্রুত প্রতিবন্ধী ব্যক্তিদের চাকুরিতে নিয়োগে ৫ শতাংশ কর হারের নিয়মটি সংশোধন করে আনুপাতিক হারে ৫-৩ শতাংশ প্রতিবন্ধী কর্মী নিয়োগ দিলে ৩-১ শতাংশ কর ছাড়ের বিধান ও সরকারি-বেসরকারি সকল সেবার তথ্যভান্ডারে প্রতিবন্ধিতা বিভাজিত তথ্য অন্তর্ভুক্তিকরণ।
অধিকার চাই প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি শহিদুল ইসলাম বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীর বিভিন্ন সহায়ক উপকরণ, ব্যক্তিগত যানবাহন, ব্যক্তিগত সহায়তাকারী, বিশেষ শিক্ষা উপকরণ, শ্রুতিলেখক, নিয়মিত ঔষধ সেবন, থেরাপি গ্রহণ, বিশেষ প্রশিক্ষণ ইত্যাদির প্রয়োজন হয়। তাই উভয় ভাতাই তাদের প্রয়োজন। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে মর্যাদা সম্পন্ন ও বৈষম্যহীন জীবনের লক্ষ্যে অবিলম্বে আমাদের নাগরিক অধিকারসমূহ বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি মানা না হলে রাস্তায় বসে পড়া ছাড়া আর উপায় থাকবে না। প্রয়োজনে আমরা আরও জোরদার আন্দোলনে যেতে বাধ্য হবো।
অধিকার চাই প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন রাশিদুল শেখ, প্রতিবন্ধী উন্নয়ন সংঘের সভাপতি আব্দুর রশিদ, আদর্শ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শহিদুল ইসলাম প্রধান, প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি আজাদ সরকারসহ আরও অনেক সামাজিক রাজনৈতিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।